করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন সুমন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডরমিটরিতে তিনি অবস্থান করছেন বলে জানা যায়।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, “আমার ও ইকবাল হোসেন সুমন স্যারের আজকে করোনা পরীক্ষার ফলাফল আসে। পরীক্ষায় আমার করোনা নেগেটিভ রেজাল্ট আসলেও ইকবাল হোসেন সুমন স্যারের পজিটিভ এসেছে। বর্তমানে উনি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে অবস্থান করছেন।